জাহানারার যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন পেছালো

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ তদন্তে দ্বিতীয় দফায় আরও দেড় মাস সময় বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাড়ানো সময় অনুযায়ী গঠিত কমিটি এখন ৩১ জানুয়ারি মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

রোববার (২১ ডিসেম্বর) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠিত স্বাধীন তদন্ত কমিটি দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছে। তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে মিটি ইতিমধ্যে বিষয়টির সাথে সম্পর্কিত বেশ কয়েকজনের বক্তব্য রেকর্ড করেছে।

তবে একটি পূর্ণাঙ্গ, সুষ্ঠু এবং সঠিক তদন্ত নিশ্চিত করার স্বার্থে কমিটি অতিরিক্ত ব্যক্তিদের সাথে কথা বলার এবং আরও তথ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা বোর্ডকে জানিয়েছে। একই সাথে প্রতিবেদন দাখিলে বোর্ডের কাছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি সময় বাড়ানোর অনুরোধ করেছে।

চলতি বছরের নভেম্বরে জাহানারা আলমের অভিযোগের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ১৫ দিনের মধ্যে জমা দেওয়া কথা ছিল। তবে ২ ডিসেম্বর (মঙ্গলবার) বিসিবি থেকে জানানো হয়, জাহানারার অনুরোধে প্রতিবেদন দাখিলের সময় ১৫ দিন পেছানো হয়েছে।

পেছানো সময় অনুযায়ী ২০ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তারও একদিন পর ২১ ডিসেম্বর বিসিবির নতুন বিজ্ঞপ্তিতে জানানো হলো, কমিটির অনুরোধে ৩১ জানুয়ারি (২০২৬) পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। যার ফলে কমিটি নতুন করে আরও প্রায় দেড় মাস (৪২ দিন) বাড়তি সময়ে পেল।

 

এম. এইচ. মামুন