কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিমের (সোহেল) বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ করেছেন এক নারী। বুধবার বিকেলে কানিজ ফাতিমা নামের এক নারী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে ইউসুফ হাকিম অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন।
বুধবার বিকেলে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার হোটেলের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কানিজ ফাতিমা নগরের বাগিচাগাঁও এলাকার বাসিন্দা। ইউসুফ হাকিম কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
অভিযোগের বিষয়ে জামায়াত নেতা ইউসুফ হাকিম প্রথম আলোকে বলেন, ‘পুরো বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র। মুরাদনগরের এক বিএনপি নেতা ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন করিয়েছেন। তাঁদের উদ্দেশ্য হলো ভোটের মাঠে আমাকে বিতর্কিত করা। এ ঘটনায় আমি চরমভাবে বিব্রত। আগামীকাল বা পরশু বিষয়টি নিয়ে আমি সংবাদ সম্মেলন করব। সেখানে আমি আমার পুরো বক্তব্য তুলে ধরব। তবে এটুকু বলতে পারি, ওই নারীর একটি কথাও সত্য নয়। সবই আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র।’
মামুন/










