জবিতে ছাত্রদলকে ভোট দিলে ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার ‘অফার’, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে ভোট দিলে পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ড. তারেক বিন আতিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল চলাকালে তিনি এমন প্রস্তাব দেন বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষাকক্ষে ড. তারেক বিন আতিক ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালান। তিনি শিক্ষার্থীদের বলেন, এই প্যানেলে ভোট দিলে পরীক্ষার খাতায় ১০ নম্বর বাড়িয়ে দেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “এটিই প্রথম নয়, স্যার এর আগেও ক্লাসে বিভিন্ন সময় ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষে ভোট চেয়েছেন।”

তবে অভিযুক্ত শিক্ষক ড. তারেক বিন আতিক অভিযোগটি পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, “এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এমন কাজ করার প্রশ্নই আসে না।”

এ বিষয়ে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বলেন, “যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে তা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।”