তারেকের স্বদেশপ্রত্যাবর্তন- সাত রুটে বিশেষ ট্রেন বুকিংয়ের আবেদন বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনায় সারাদেশের নেতাকর্মীদের আসার সুবিধার্ধে সাতটি রুটে বিশেষ ট্রেন বুকিংয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে দলটির। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে এ আবেদন করা হয়।

এতে বলা হয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারাদেশ থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের আসার সুবিধার্থে বিএনপি’র পক্ষ থেকে ২৪শে ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে। রেলপথ রুটের বিবরণ; ১. কক্সবাজার-ঢাকা, ২. সিলেট-ঢাকা, ৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, ৪. টাঙ্গাইল-ঢাকা, ৫. চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, ৬. পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা, ৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা। উল্লেখিত রুটে ১টি করে স্পেশাল ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুমতি প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে ঢাকা পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করেই এই বিশেষ ট্রেন বা বগিগুলো রিজার্ভ করতে ইচ্ছুক দলটি। 
তাঁকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ব্যাপক প্রস্তুতির পাশাপাশি “আমার ভাবনায় বাংলাদেশ” শীর্ষক একটি রিল মেকিং প্রতিযোগিতার কর্মসূচিও ঘোষণা করেছে বিএনপি
মামুন