নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান তার নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের (Live Broadcast) আবেদন জানিয়েছেন। আজ ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার সকালে তার আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই আবেদনটি পেশ করেন। হাসানুল হক ইনু চাচ্ছেন তার বিচারকার্য যেন সরাসরি সম্প্রচার করা হয়, যাতে স্বচ্ছতা বজায় থাকে।

বুধবার বেলা ১১টার পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী এই আর্জি জানান।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা, উসকানি এবং ষড়যন্ত্রসহ মানবতাবিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরবর্তী শুনানির জন্য বুধবারের দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থানকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা গত ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২–এ আনা হয়। একই সঙ্গে মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ওইদিন ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

গত বছরের ২৬ আগস্ট উত্তরা এলাকা থেকে পুলিশ ইনুকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই জাসদ নেতা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

আজ ১৭ ডিসেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণের ষষ্ঠ দিন চলছে। ট্রাইব্যুনাল আবেদনটি বিবেচনা করে পরবর্তীতে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য যে, এর আগে ১৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারকার্য সম্পর্কিত একটি মামলার রায়ও সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
মামুন