প্রবাসী আয়ে উচ্চপ্রবাহ, রিজার্ভ ছাড়ালো ৩২ বিলিয়ন

অর্থ পাচারে কড়াকড়ির পর থেকে প্রবাসী আয়ে উচ্চপ্রবাহের কারণে  চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৭৫ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের ১৪ দিনে প্রবাসীরা প্রায় ১৭১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। সব মিলিয়ে চলতি অর্থবছরের এ পর্যন্ত রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৭৫ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৮ শতাংশ বেশি। গত অর্থবছর রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি।

রেমিট্যান্সের উচ্চপ্রবাহের কারণে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে গত বৃহস্পতিবার ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলার হয়েছে। আইএমএফের বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

গত সরকারের সময়ে ডলার নিয়ে বড় ধরনের অস্বস্তি ছিল। ডলার সংকট এবং দরবৃদ্ধিকে উচ্চ মূল্যস্ফীতির অন্যতম কারণ বিবেচনা করা হয়। বর্তমান সরকারের সময়ে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। আবার ডলার পেতেও এখন সমস্যা হচ্ছে না। দুই অঙ্কেরর ঘরে থাকা মূল্যস্ফীতি গত নভেম্বর শেষে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

এমইউএম/