রাষ্ট্রীয় শোকের কারণে পেছাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ছবি:প্রথম অলো

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, মেলার উদ্বোধন ও কার্যক্রম শুরু হবে আগামী ৩ জানুয়ারি।

এর আগে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন ১ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এক বিজ্ঞপ্তিতে জানায়, শোক পালনের কারণে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে ইতোমধ্যে যেসব আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, সেগুলো আগের মতোই কার্যকর থাকবে।

ইপিবি আরও জানায়, নতুন নির্ধারিত তারিখকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং মেলার আনুষ্ঠানিক কার্যক্রম পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরিচালিত হবে।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিবছর দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক আয়োজন হিসেবে পরিচিত। দেশি ও বিদেশি উদ্যোক্তা, ব্যবসায়ী এবং দর্শনার্থীদের অংশগ্রহণে এই মেলা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

আফরিনা সুলতানা/