ব্যাপক সস্তায় বিক্রি হচ্ছে আইফোন ১৬ প্রো, কোথায় কত কম দামে মিলছে অ্যাপ্‌লের ডিভাইস?

আইফোন ১৬ প্রো-র প্রাথমিক দাম ছিল প্রায় ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। আইফোন ১৭-এর সিরিজ় আত্মপ্রকাশ করার পরপরই পুরনো আইফোন সংস্করণের মডেলগুলির দাম একলাফে কমেছে।

কমে গেল আইফোন ১৬ প্রো-র দাম। বছরের শেষ প্রান্তে এসে রেকর্ড দাম কমল অ্যাপ্‌লের ফোনটির। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে আইফোন ১৬ প্রো-র দামে বড়সড় ছাড় ঘোষণা করার পর কম দামে আইফোন কেনার মেগা সুযোগ পাবেন ক্রেতারা। ফোনটির প্রাথমিক দাম ছিল প্রায় ১ লক্ষ ১৯ হাজার ৯০০ টাকা। আইফোন ১৭-এর সিরিজ় আত্মপ্রকাশ করার পরপরই পুরনো আইফোন সংস্করণের মডেলগুলির দাম একলাফে কমেছে।