বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমির নামে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালু হয়েছে। দুই সপ্তাহের বেশি সময় ধরে কেউ একজন তার পরিচয়ে বিনোদন অঙ্গনের শিল্পী, সাংবাদিকসহ পরিচিতজনদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং মেসেঞ্জারে বার্তাও দিচ্ছেন। বিষয়টি অনেকের নজরে এলে তারা আসল আফসানা মিমিকে অবহিত করেন।
এ বিষয়ে আফসানা মিমি জানান, তিনি কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। সংবাদমাধ্যমে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুয়া। কে বা কারা এসব করছে, আমি জানি না। তার স্বজন, বন্ধু ও সহকর্মীরাও নিশ্চিত করেছেন যে মিমির নামে চালু হওয়া অ্যাকাউন্টটি মিথ্যা এবং এটি ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে।
জনপ্রিয় তারকাদের নামে ভুয়া অ্যাকাউন্ট খোলার প্রবণতা নতুন নয়। এমন ভুয়া পরিচয় ব্যবহার করে অনেক সময় প্রতারণা, বিভ্রান্তি অথবা মানহানির মতো সমস্যা দেখা দেয়। এ কারণে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আফসানা মিমি।
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি নাটক, টেলিছবিতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি তিনি নির্মাণেও দক্ষতা দেখান তার পরিচালিত ধারাবাহিক ‘শূন্যের ওপর দিয়ে’ এবং ‘ডুব সাঁতার’ বিশেষভাবে প্রশংসিত। দীর্ঘ ক্যারিয়ারে ‘কর্কশ কণ্ঠে’, ‘বন্ধন’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি আফসানা মিমি বড় পর্দায় ফিরে এসে ‘উৎসব’ চলচ্চিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন।










