বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিল আটক

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিল অভিনয় কায়দায় কাভার্ড ভ্যান যোগে পাচারের সময় চালক ও সহকারী আটকের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর-ধুনট মোড় এলাকায়। উদ্ধার হওয়া ফেন্সিডিল ৬০০ বোতল এবং এ কাজে সংশ্লিষ্ট মিনি কাভার্ডভ্যান জব্দসহ ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় পুলিশ এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

‎গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ঢাকা গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের পুত্র কাভার্ডভ্যান চালক শরীফ খান (৩৩) ও চাঁদপুর জেলার মতলব উপজেলার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের পুত্র সহকারী আমীর হোসেন (২৫)।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল ধুনট মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় তাদের চেকপোস্টে সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) আটক করেন। পরে পুলিশ নিখুঁত তল্লাশী চালান, তল্লাশীর একপর্যায়ে গাড়িটির ভেতরে বিশেষ অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। মাদক বহনের অভিযোগে ঘটনাস্থল থেকেই ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তাতার করে পুলিশ।

‎পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র বাদী হয়ে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিদের জেলহাজতে প্রেরণ করেন।

 

গোলাম রব্বানী শিপন

মহাস্থান, বগুড়া