বেগমগঞ্জে ইউএনও এসি ল্যান্ডের নির্দেশ অমান্য

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী বেগমগঞ্জের ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের পৌরণ বিবি বাজারস্হ ইউনিয়ন পরিষদের সামনে সরকারি পাকা সড়কে জনসাধারণ চলাচলের পথে ভূমিদস্যুরা জোর পূর্বক টিনের বেড়া দিয়ে এক মাস পর্যন্ত চার গ্রামের শত শত মানুষ ভোগান্তির শিকার। ৯ জানুয়ারি ২০২৬ বেগমগঞ্জ এসিল্যান্ড সাহাদাত হোসেন সরেজমিনে এসে ঘটনাস্থল পরিদর্শন করে ভূমিদস্যুদেরকে ১ দিনের সময় দেন সরকারি পাকা সড়কের উপর থেকে বেড়া সরিয়ে নিতে। দখলদার বাহিনী আজো সম্পূর্ণ বেড়া সরিয়ে নেয়নি। এখনো যানবাহন ও জনসাধারণ চলাচলে বাধা ঘটছে।