টিউলিপ অ্যাপসের মাধ্যমে আসামিদের প্রভাবিত করেছেন : আদালত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর ও তার বোন শেখ রেহানার সাত বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনজনকেই এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে

আজ সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। এদিন সকাল সাড়ে ১১টায় বিচারক রায় পড়া শুরু করেন। রায় পড়া শুরুর সময় তিনি বলেন, আমি রায় বাংলায় দিবো। যেহেতু আমি বাঙ্গালী তাই রায়ও বাংলায় হবে।

এরপর বিচারক রবিউল আলম বলেন, এই মামলায় আসামিরা বিদেশ বা বিশ্বের যে কোন স্থানে থাকুক না কেন, বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই।

বিচারক বলেন, মামলার আসামি টিউলিপ বিদেশে থেকে সামাজিকমাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে প্রভাবিত করেছেন। এমনকি তারা এ মামলার অন্য আসামিদের প্রভাবিত করেন। কর্মকর্তারাও বিধিবিধান অমান্য করে প্লট বরাদ্দ দিতে ফাইল প্রস্তুত করেন।