মাদুরোর সঙ্গে হ্যাঁ, কথা হয়েছে— কিছুই বলব না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথোপকথনটি কী নিয়ে হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। অবশ্য দুই দেশের সম্পর্কে উত্তেজনা তুঙ্গে থাকা অবস্থায় এই ফোনালাপ কার্যত নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, রোববার ফ্লোরিডায় থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি কাটিয়ে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের বিষয়ে জিজ্ঞাসা করেন সাংবাদিকরা। জবাবে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘এ নিয়ে মন্তব্য করতে চাই না। তবে উত্তরটা হচ্ছে— হ্যাঁ, কথা হয়েছে।’

কথোপকথনের বিষয় কী ছিল বা বিস্তারিত জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এটা বলতে পারব না। ভালো হয়েছে বা খারাপ হয়েছে— কিছুই বলব না।’

এর আগে গত সপ্তাহে দুই নেতার এই ফোনালাপ ও সম্ভাব্য বৈঠক নিয়ে নিউইয়র্ক টাইমস গত শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে। একাধিক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনটি প্রকাশ করেছিল প্রভাবশালী এই মার্কিন গণমাধ্যমটি।

ট্রাম্প বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে খুব বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে দেখি না। তারা (যুক্তরাষ্ট্রে) লাখ লাখ মানুষ পাঠিয়েছে, যাদের অনেকেরই আমাদের দেশে থাকার কথা নয়। জেল থেকে, গ্যাং থেকে, মাদকচক্র থেকে… সব জায়গা থেকেই যুক্তরাষ্ট্রে মানুষ এসেছে।’

ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে তার সাম্প্রতিক সতর্কবার্তা কি কোনো আসন্ন বিমান হামলার ইঙ্গিত কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ থেকে কিছু অনুমান করবেন না।’

মূলত ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা যখন বেড়েই চলেছে, ঠিক তখনই ফোনালাপের বিষয়টি সামনে এসেছে। এছাড়া ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে’ বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

পরে ওপেক মহাসচিব হাইতাম আল গাইস এবং সদস্য দেশগুলোর কাছে পাঠানো মাদুরোর একটি চিঠি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে প্রকাশ করেছেন। ওই চিঠিতে মাদুরো লেখেন, তার দেশ নিজেদের প্রাকৃতিক জ্বালানি সম্পদ রক্ষায় ‘দৃঢ় অবস্থানে’ থাকবে।

মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদ দখল করতে তার ভূখণ্ড, জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ‘মারাত্মক সামরিক শক্তি’ ব্যবহার করার পরিকল্পনা করছে।

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, সমুদ্রে সন্দেহভাজন মাদক বহনকারীদের বিরুদ্ধে টানা সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র এবার ‘খুব শিগগিরই’ স্থলভাগে ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।