আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারেক জিয়া বিদেশে বসে রিমোট কন্ট্রোলে উদ্ভট আন্দোলনের ডাক দিচ্ছেন। নিজে কেন সশরীরে উপস্থিত নেই? সাহস থাকলে আসুক। মোকাবিলা হবে রাজপথে। আন্দোলন করুন। হয় রাজপথে, নয় জেলে থাকতে হবে। বিদেশে বসে আন্দোলন হবে না।’
আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতিররাজনৈতিক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘যারা নির্বাচন বর্জনের ডাক দিয়েছে দেশের জনগণ তাদেরকেই বর্জন করা শুরু করেছে। খাজনা দেবে না, ট্যাক্স দেবে না, বিদ্যুতের বিল দেবে না, এটা কি তাদের বাপ-দাদার সম্পত্তি? কি ধরনের উদ্ভট, হাস্যকর কথা। মাথা খারাপ হয়েছে গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অসহযোগ আন্দোলন করবে। বিদ্যুতের বিল না দিলে লাইন কেটে দেওয়া হবে। পানির বিল না দিলে পানিল লাইন কেটে দেওয়া হবে। খাজনা-ট্যাক্স না দিলে শাস্তি পেতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশেই একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সর্বত্রই নির্বাচন নিয়ে মানুষের আলোচনা। টক অব দ্য কান্ট্রি, টক অব দ্য ভিলেজ। এখন অন্য কোনো আলোচনা তেমন একটা নেই।’