মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্য নিকারাগুয়ার র্যাঞ্চো গ্রান্ডে শহরে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, র্যাঞ্চো গ্রান্ডেতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আর ২৫ জনের বেশি আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মুরিলো বলেন, যাত্রীতে ঠাসা এই বাসটি দেশের উত্তরাঞ্চলের ওয়াসলা থেকে মাতাগাল্পার দিকে যাওয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি উল্টে যায় এবং একটি সেতুর ক্র্যাশ ব্যারিয়ারে ধাক্কা দেয়।