বৃষ্টির জন্য স্থগিত আওয়ামী লীগের জনসমাবেশ

বাংলাদেশকে এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগান নিয়ে আগামীকাল শনিবার (৭ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন এর আংশিক অংশের উদ্বোধন করা হবে।

টার্মিনাল উদ্বোধন উপলক্ষ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ লক্ষাধিক লোকের উপস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা মাঠে জনসমাবেশ করবে— এমন ঘোষণা আগেই দিয়েছিল। কিন্তু শেষ সময়ে এসে সেটি বাতিল করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নেতাকর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে— এমন আশঙ্কা থেকে আগামীকালের (শনিবার) ‘জনসমাবেশ বাতিল করা হয়েছে’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টি অব্যাহত থাকবে— এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে নেতাকর্মীদের চরম দুর্ভোগ এবং সমর্থকদের বিড়ম্বনা পোহাতে হতে পারে— এমন আশঙ্কা থেকে আগামীকালের (শনিবার) ‘জনসমাবেশ বাতিল করা হয়েছে’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামীকাল শনিবার কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশ স্থগিত করা হয়েছে। স্থগিত সমাবেশ আগামী শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে।’

‘তবে, বিমানবন্দরের মধ্যে আয়োজিত সুধী সমাবেশ যথাসময়ে অনুষ্ঠিত হবে। শুধু বাইরের কাওলা মাঠে যে জনসমাবেশ, সেটি স্থগিত করা হয়েছে।’

এর আগে, সুধী সমাবেশ আয়োজন উপলক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয় দলটি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশের জন্য আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুধী সমাবেশে যে রকম প্রস্তুতি ছিল, একই রকম প্রস্তুতি আমাদের আছে। ঢাকা- ১৮ আসনের মধ্যে এটি পড়েছে। সেখানকার নেতাকর্মীরাও ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।