পরাজয় দিয়ে টাইগারদের এশিয়া কাপ যাত্রা শুরু

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ পরাজয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু। শ্রীলংকার বিপক্ষে এশিয়া কাপের ১৬তম আসরের শুরুতেই হার দেখল টাইগাররা। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে লংকানদের কাছে পাত্তাই পেল না সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলংকার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। স্কোর বোর্ডে ৩৬ রান জমা করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার তানজিদ হাসান, নাইম শেখ ও চারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক সাকিব।

চতুর্থ উইকেটে তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ৪১ বলে মাত্র ২০ রানে ফেরেন হৃদয়। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন শান্ত।

একটা পর্যায়ে চার উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ১২৭ রান। এরপর রীতিমতো উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৩৭ রানে ৬ উইকেট পতনের কারণে পুরো ৫০ ওভার খেলতে পারেনি টাইগাররা।

ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪২.৪ ওভারে ১৬৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১২২ বলে সাতটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮৯ রান করেন নাজমুল হোসেন শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৬৬ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় শ্রীলংকা। দলের জয়ে চারিথ আসালঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা ফিফটির ইনিংস খেলেন।

শ্রীলংকার জয়ে ৯২ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন আসালঙ্কা। এছাড়া ৭ ৭ বলে ৫৪ রান করেন সামারাবিক্রমা। বাংলাদেশ দলের হয়ে দুই উইকেট নেন সাকিব। একটি করে উইকেট নেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও স্পিনার মেহেদি হাসান।