ফিফা র্যাঙ্কিংয়ে ১২৯ নম্বরে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ নম্বর দল মিসর কাগজে-কলমে এগিয়ে থাকলেও ম্যাচটা সহজ হয়নি। ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোল করে দলকে জয় এনে দেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
আফ্রিকা কাপ অব নেশনস (আফকান) এর গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সাতবারের চ্যাম্পিয়ন মিসর। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে তারা।
সোমবার রাতে মরক্কোর আদরার স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় মিসর। তবে ম্যাচের ২০ মিনিটে প্রিন্স দুবের গোলে উল্টো এগিয়ে যায় জিম্বাবুয়ে।
পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ চালায় মিসর। কিন্তু জিম্বাবুয়ের গোলকিপার ওয়াশিংটন আরুবির দৃঢ়তায় প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি তারা। পুরো ম্যাচে নয়টি দুর্দান্ত সেভ করেন আরুবি।
অবশেষে ৬৪ মিনিটে ওমর মারমুশের গোলে সমতা ফেরায় মিসর। এরপরও একাধিক সুযোগ নষ্ট করে তারা। ম্যাচজুড়ে ৩৫টি শট নেয় মিসর, যেখানে জিম্বাবুয়ের শট ছিল মাত্র আটটি।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+১ মিনিট) মোস্তফা মাহমুদের ক্রস থেকে নিচু শটে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ সালাহ। এই গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মিসর।
গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলাকে। আগামী শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মিসর।
এমইউএম/










