বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পূন:অর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রদানের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় সহজ শর্তে ও স্বল্প মুনাফায় গ্রাহকদের মাঝে বিনিয়োগ বিতরণ করা হবে । এ উপলক্ষ্যে মঙ্গলবার (১০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ.কে.এম সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।