সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় সোনা-রুপার দাম

বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে, আউন্স প্রতি সর্বকালের সর্বোচ্চ ৪,৬৩৯ ডলারে পৌঁছেছে। এদিন রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, প্রতি আউন্স ৯০.১১ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম থাকায় এবং ফেডারেল ব্যাংক সুদের হারের কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বিনিয়োগকারীদের সোনা ও রুপার দিকে ঝোঁক বেড়েছে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে মার্কিন স্পট মার্কেটে সোনার দাম এক শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪,৬৩২.০৩ ডলারে অবস্থান করেছিল। ফিউচার মার্কেটে ফেব্রুয়ারির সরবরাহযোগ্য সোনার দামও ০.৯ শতাংশ বেড়ে ৪,৬৩৯.৫০ ডলারে লেনদেন হয়েছে।

ভূরাজনৈতিক অস্থিরতা, ডলারের দাম কমা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রভাব ব্যাপক আকারে পড়েছে বিশ্ববাজারের মূল্যবান ধাতুগুলোর উপর। বুধবার (১৪ জানুয়ারি) প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারের সীমা ছাড়িয়ে গেছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায়।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর খবরে সবাই ঝুঁকেছেন মূল্যবান ধাতুর দিকে। আর বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই বেড়েছে স্বর্ণ এবং রুপার দাম। এছাড়া বিশ্ব অর্থনীতির অস্থিরতাও দাম বাড়ার বড় কারণ।

রয়টার্স জানায়, এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯১ দশমিক ৪৯ ডলারে এসেছে। যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

এদিন বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিট স্পট সোনার দাম একপর্যায়ে সোনা সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৬৩৪ দশমিক ৩৩ ডলারে পৌঁছায়। একই দিনে রুপার বাজারেও বড় লাফ দেখা যায়। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম প্রায় ২৭ শতাংশ বেড়েছে। স্পট রুপা ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ দশমিক ১১ ডলারে পৌঁছেছে, যা ইতিহাসে প্রথমবার। স্পট সিলভারের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯০ ডলারের সীমা ছাড়িয়েছে। প্লাটিনামের দাম ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

হাই রিজ ফিউচার্সের ধাতু লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেছেন, বাজারজুড়ে সামান্য ইতিবাচক মনোভাবের কারণ ছিল তুলনামূলকভাবে নিরীহ সিপিআই তথ্য। যা ভবিষ্যতে ফেডের সুদহার কমানোর সম্ভাবনা বেশি থাকার ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম হওয়ায় সুদহার কমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। এতে বিনিয়োগকারীরা স্বর্ণ ও রুপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকদের মতে, চলতি বছর সুদহার কমলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

খবর রয়টার্সের

-মামুন