সৌদি আরবের মরুভূমি গাছপালায় ছেয়ে গেছে!

সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় দেখা যাচ্ছে এক বিরল দৃশ্যে।  মরুভূমির বিশাল এরিয়াতে  দেখা যাচ্ছে  সবুজ গাছপালা।  স্যাটেলাইটের  ইমেজে দেখা যায়, বিস্তীর্ণ পাহাড়-পর্বতজুড়ে সবুজের সমারোহ। সৌদি নাগরিকেরাও বেশ উপভোগ করছেন সবুজ মরভূমি। ওয়েদার ডটকম এর খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওয়েদার ডটকম এর প্রতিবেদনে বলা হয়, মরুভূমির ধুসর রঙ বদলে গিয়ে সবুজ রঙ ধারন করেছে। সৌদি আরবের কয়েকটি অঞ্চল ছেয়ে গেছে গাছপালায়। ধূ-ধূ বালুর রাজ্যের এই পরিবর্তন দেখা যাচ্ছে মহাশূন্য থেকেও। ধূসর মরুভূমি আর পাহাড় গুলো  ঢেকে গেছে সবুজের সমারোহে, সেই ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে । খুবই অল্প সময়ের ব্যবধানে পরিবর্তনের সেই পার্থক্যটা বেশ স্পষ্ট।