টানা কয়েক দিন সূর্যের দেখা নেই কুমিল্লায়

কুমিল্লায় অনেক দিন ধরেই  তীব্র শীত পড়ছে। মাঝে মাঝে সুর্যের দেখা গেলো শীত কোনো অংশে কমে  নি । তবে এইবার টানা চার দিন ধরে সূয়ের দেখা পাচ্ছে না কুমিল্লাবাসী। বৃষ্টির মতো ঝরছেই কুয়াশা।  এর উপর বইছে হিমেল বাতাস। অনুভুতী হয় যেন কোনো শীতের দেশে বসবাস করছে তারা । কিন্তু এতে জনজীবন  বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষরা দুর্ভোগ পোহাচ্ছেন।

শনিবার সেখানে  সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ৯.৩ ডিগ্রি সেলসিয়াস কম। তাই কনকনে শীতে অপ্রয়োজনে ঘরের বাইরে কেউ বের হচ্ছেন না। অসহায় ও ছিন্নমূল মানুষরা  খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।