পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় এমপি রমেশ চন্দ্রের শোক

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও ;

পঞ্চগড়ের করোতোয়া নদীতে নৌকাডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই শোক প্রকাশ করেন তিনি।
এমপি বলেন, হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দূর্গাপূজা। ঠিক পূজার কিছুদিন আগে এমন একটি ঘটনা খুব কষ্টদায়ক। পঞ্চগড়ের বোদা উপজেলায় নৌকাডুবির ঘটনায় যারা প্রাণ হাড়িয়েছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার দিনরাত জনকল্যাণে কাজ করছে আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয়। পঞ্চগড়ের এই ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান সহ আমরা সেখানে গেছি। যারা এই এ ঘটনায় নিহত হয়েছে তাদের পাশে থাকার চেষ্টা করছি। তাদের নগত অর্থ ও খাদ্যসামগ্রী দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা যানি টাকা দিয়ে জীবন ফেরানো যায়না, কিন্তু নিহত স্বজনদের পাশে থাকাটাই সব থেকে বড় শক্তি। যেটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম গোলাম ফারুক রুবেল,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছাত্রনেতা ওসমান গণি প্রমূখ।
আলোচনা শেষে সম্মেলনে প্রার্থীদের মাঝে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের নিয়ে ভোট অনুষ্ঠিত হয়।
পরে সভাপতি পদে নির্বাচিত হয় সুবোধ চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শচীন চন্দ্র বর্মন। নির্বাচিত এই কমিটি আগামী তিন বছরের জন্য দ্বায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শতাধিক যাত্রীবাহী একটি নৌকাডুবিতে এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।