নোমান খসরু
নোয়াখালী প্রতিনিধি
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান নোয়াখালী বেগমগঞ্জের কৃতি সন্তান মরহুম এম এ হাশেমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারটেক্স গ্রুপের পরিবারের পক্ষ থেকে এম এ হাশেম স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী নোয়াখালীর বেগমগঞ্জে শীত বস্ত্র বিতরণ করেছে। আজ সোমবার সকালে শাহ আব্দুল্লাহ আল বাকীর বেগমগঞ্জ দুর্গাপুরের নিজ বাড়িতে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এজিএস হানিফ যুগ্ম আহ্বায়ক নোয়াখালী জেলা কৃষক দল, মোহাম্মদ তুহিন যুগ্ম আহবায়ক নোয়াখালী জেলা কৃষকদল মোহাম্মদ মিরাজ চৌধুরী যুগ্ম আহ্বায়ক ও অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। শীতার্ত মানুষ মাঘের শীতে কম্বল পেয়ে খুশি হন।