গতকাল ( ৩০ সেপ্টেম্বর ) সাভার মডেল কলেজের শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পূর্ণমিলনী বিষয়ে মতবিনিময় সভা।
সাভারে একটি সনামধন্য কলেজ সাভার মডেল কলেজ, ২৫ বর্ষ্পূর্তি উপলক্ষ্যে কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা মতবিনিময় সভার মাধ্যমে তাদের উদ্দেশ্য সফলের চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাদের ধারণা কলেজটি সকল সাবেক শিক্ষার্থীর দ্বারা আবারও কলেজের হারানো প্রান ফিরে পাবে।
এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম দেওয়ান, তিনি বলেন – ” সাভারের মডেল কলেজের সাভারের এক অদ্বিতীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান রক্ষার জন্য আমরা আমাদের সর্বাত্নক কাজ করব । আমাদের প্রতিষ্ঠানের একটা নীতিবাক্য আছে তা হলো – সাভার মডেল কলেজে পড়বো,ফুল হয়ে ফুটবো,এ দেশকে গড়বো । আর এরই ধারবাহিকতায় আমরা আমাদের কাজ করে যাচ্ছি। “
কলেজটির ছাত্র-ছাত্রীদের উন্নত মানের শিক্ষাদান ও চরিত্র গঠনের কাজে নিবেদিত একটি অনুপম শিক্ষা প্রতিষ্ঠান। এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত (স্মারক নং-১১১/ক/স্বী/৯৬/৬২৭, তারিখ ৭/৪/০২) ঢাকা শহরের অদূরে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সাভার বাজার বাস স্ট্যান্ডের পূর্বপাশে সাভার পৌরসভার শাহীবাগে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। সমাজের ভবিষ্যৎ কর্ণধার যুব সমাজকে আলোকিত মানুষরূপে গড়ে তোলার মহান লক্ষ্য সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্বনামধন্য অধ্যাপক ও স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিদের দ্বারা ১৯৯৬ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়।