নরসিংদী জেলার পলাশ উপজেলায় অভিযান চালিয়ে ৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে নরসিংদীর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১।
সোমবার পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের স্বপ্ন মেডিকেল হল, খিলপাড়া পুবালি জুট মিলের পাশে জাকারিয়া ফার্মেসী, চরনগরদী বাজারের জাহাঙ্গীর মেডিকেল হল ও গ্রামীন ড্রাগস এর প্রোঃ ডাঃ আমিনুল ইসলাম এর দোকানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা ।
গ্রেফতারকৃতরা হলো, পলাশ উপজেলার ঘাগড়া, গ্রামের মৃত চৈলক্ষ চন্দ্র দাশের ছেলে শীতল চন্দ্র দাশ (৬০),খিলপাড়া গ্রামের মৃত রুহুজ উদ্দিন মুন্সি ছেলে কামরুজ্জামান (৫৮), মৃত কফিল উদ্দিন মাস্টারের ছেলে মোঃ আমিনুল ইসলাম (৫৪), নরসিংদী সদর থানাধীন পাটুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ কাইয়ুম মিয়া (৩০)।
এ সময় তাদের কাছ থেকে তিনটি স্টেথোস্কোপ, দুইটি ব্লাড প্রেসার মেশিন, এশটি নেবুলাইজার মেশিন, একটি ওজন মাপারযন্ত্র, ১টি পেশার মাপার যন্ত্র, ও ৫ পাতা প্রেসক্রিপশন, ৪২টি ভিজিটিং কার্ড, ৩৬ টি প্রেসক্রিপশন প্যাড, ১ টি থার্মোমিটার, ৩ টি মোবাইল, ৪ টি সীমকার্ডসহও রোগি দেখার নগদ ৯,৫০০ নয়হাজার পাঁচশত টাকা উদ্ধার করে র্যাব।
র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর অতিঃ পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার খন্দকার মোঃ শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিএমডিসি- বিডিএস কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমি সার্টিফিকেট নেই। তারা একটি চেম্বার পরিচালনা করে দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করছিল। তাদের কারও কারও কাছে মানবিক বিভাগের এসএসসি ও এইচএসসির সার্টিফিকেট রয়েছে।
তারা একাডেমিক সার্টিফিকেট ধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার না হয়েও ডাক্তার নাম ধারন করে চিকিৎসা প্যাড ও প্রেসক্রিপশন ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে দাঁতের ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল।
এরই পরিপ্রেক্ষিতে একটি বিশেষ অভিযানে তাদেরকে উল্লেখিত ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পলাশ থানায় বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট-২০১০ এর ২৮(৩) ২৯(২) ধারায় একটি মামলা হয়েছে।