‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ : সুনামগঞ্জ থানা পুলিশ

এস এ আখঞ্জী, তাহিরপুর;

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর থানা প্রাঙ্গণে,  মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত ।
রোববার( ২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার  তাহিরপুর  থানা পুলিশের আয়োজনে নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ উম্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার  সুমন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান।
উম্মুক্ত সভায় সভাপতিত্ব করেন,  তাহিরপুর  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, উক্ত থানার এস আই নাজমুল হক এর পরিচালনায় ‘ উপস্থিত জনতার পক্ষ থেকে  বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,  সাংবাদিক কাশেম প্রমুখ।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন মিয়া, উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, কেউ কখনো, কোনো অপরাধের সহযোগী হবেন না, আর নিজেও এসব থেকে বিরত থাকবেন।
উম্মুক্ত আলোচনা সভায়, জনতার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় উল্লেখ করেন। ইভটিজিং,  মাদক দ্রব্য নির্মূল হলে, সমাজে বিশৃঙ্খলার প্রবনতা কমে যাবে। আইন-শৃঙ্খলা বাহিনী, এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার জন্য, উপস্থিত জনতা আহবান জানান।