মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন,সম্প্রীতি নষ্টকারীদের আমরা সকলে মিলে প্রতিরোধ করবো। আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই। ভালোবাসা দিয়েই ভালোবাসা আদায় করা যায়। আমরা সকল ধর্মের লোক মিলেমিশে বসবাস করবো।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউএনও দীপন দেবনাথের সভাপতিত্বে ও শাকিল আহম্মেদের পরিচালনায় মমতাজ বেগম আরো বলেন, ধর্মকে জানার পাশাপাশি আমল করাটা বেশী জরুরী। নিজেকে জাহির করার প্রয়োজন নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ইজতেমা, কাকরাইল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করছেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, ওসি সফিকুল ইসলাম মোল্যা, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সিংগাইর সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসাঃ আনোয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জ্বল,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান রমজান আলী, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসুর রহমান, ইমাম সমিতির সভাপতি লোকমান হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি শান্তি লাল মন্ডল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহা প্রমুখ। সামাজিক সম্প্রীতি সমাবেশে ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি ও অন্যান্য ধর্মের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।