হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী দুই সাধারণ সদস্য পদ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা। উভয় প্রার্থী তাদের হলফনামায় তাদের বিরুদ্ধে মামলা থাকার তথ্য গোপন করায় তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
তারা হলেন,সুনামগঞ্জ জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী মধ্যনগর উপজেলার পরিতোষ সরকার ও ২নং ওয়ার্ডের সদস্য পদ প্রার্থী জেলার শাল্লা উপজেলার মো. আলী আমজাদ তালুকদার। আজ রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন। মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯-২১ সেপ্টেম্বর,আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্ধ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ১৭অক্টোবর ইভিএমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান,জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.খায়রুল কবির রুমেন এবং স্বতন্ত্র প্রার্থী সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক নুরুল হুদা মুকুট এর প্রার্থীতার বৈধ হয়েছে। মহিলা ১১জনের মধ্যে সকলের মনোনয়ন পত্রের বৈধ ও জেলা পরিষদের সদস্য হিসেবে পুরুষ ৪২জনের মধ্যে ০২জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। নির্বাচনে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।