জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট ) ঢাকার স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, ছোটমনি নিবাস ও দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র, নুরুল উলুম নাহিউস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা,জামিয়া সাঈদিয়া আরাবিয়া মাদরাসা, এমদাদিয়া আরাবিয়া মাদরাসা এবং গাজীপুরের ভবানীপুর বালিকা এতিমখানা ও মাদরাসার সর্বমোট এক হাজারেরও অধিক শিশুকে মধ্যাহ্ন ভোজ করালো স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
মধ্যাহ্ন ভোজ শুরুর পূর্বে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও অন্য সকল শাহাদাৎ বরনকারীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং আমাদের জাতীয় জীবনের সকল পর্যায়ে বঙ্গবন্ধুর আদর্শ যেন উজ্জীবিত থাকে সেই দোয়া করা হয়।
এ সময় স্ট্যান্ডার্ড ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং এতিমখানা ও মাদরাসাসমূহের শিক্ষক ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।