আলোকিত স্বদেশ ডেস্কঃপরিচালক রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রের ‘চলো নিরালায়’ নামের গানটি প্রকাশ হয় সোমবার (২৭ জুন)। প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও এর ভূয়সী প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকের স্টোরিসে ছড়িয়ে পড়েছে গানটির ক্লিপ। ওপার বাংলার কয়েকজন শ্রোতা ইউটিউবে গানটির ইতিবাচক রিভিউ দিয়েছেন।‘পরাণ’ চলচ্চিত্রের প্রধান দুই অভিনয়শিল্পী শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের দারুণ রসায়ন নিয়ে সাজানো হয়েছে ‘চলো নিরালায়’-এর ভিডিও। গানের সুবাদে এই জুটিকে বড় পর্দায় দেখার আগ্রহ বেড়ে গেছে দর্শকদের। বখাটে তরুণের ভূমিকায় রাজ এবং মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের সাজে মিমের প্রশংসা করছেন দর্শকরা। তাদের খুনসুটি, প্রাণচাঞ্চল্য, পাগলামিসহ সবই নজর কেড়েছে।গত ২৬ জুন সন্ধ্যায় গানটির ২৭ সেকেন্ডের টিজার মুক্তি পায় অনলাইনে। এরপর থেকে এর প্রতি ভালো লাগা বাড়তে থাকে দর্শক-শ্রোতাদের।
‘চলো নিরালায়’ গেয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। এবারই প্রথম একসঙ্গে মৌলিক গানে কণ্ঠ দিলেন তারা। এটি অয়নের প্রথম প্লেব্যাক। তবে চলচ্চিত্রে এ নিয়ে আনিসার গাওয়া গানের সংখ্যা দাঁড়ালো সাত। দুই কণ্ঠশিল্পী ‘চলো নিরালায়’ নিয়ে উচ্ছ্বসিত।‘চলো নিরালায়’ গানটির কথা লিখেছেন সাংবাদিক জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হলো অন্তর্জালের নানা মাধ্যমে।‘পরাণ’ চলচ্চিত্রের আরেক প্রধান অভিনয়শিল্পী ইয়াশ রোহান। আসন্ন ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি।