আজ থেকে শুরু হচ্ছে তিনদিনের সেলিম আল দ্বীন সরণোৎসব। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে প্রথম দিনে থাকছে সকাল ১০টায় স্মরণ শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা অর্পণ।
শোভা যাত্রাটি শুরু হবে পুরোনো কলাভবন থেকে নাট্যচার্যের সামাধি পর্যন্ত। দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাট্য প্রদর্শনী চিত্রাঙ্গদা। প্রযোজনা স্বপ্নদল ও নির্দেশনায় জাহিদ রিপন । সমাপনী দিনে থাকছে সেলিম আল দ্বীনের কালজয়ী নাটক হরগজ। নাটকটি পরিবেশন করবে স্বপ্নদল। নির্দেশনায় জাহিদ রিপন।










