অনুদান পেল ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।প্রযোজনায় বিএফডিসি

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ রিপোর্টঃ  গত ১৫ জুন ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের ঘোষণা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। যেখানে ব্যক্তি পর্যায়ে ১৯ প্রযোজক এই সুবিধা পাবেন। এবার সেই ঘোষণার বাইরেও আরও দুটি চলচ্চিত্রের নাম এলো। যেগুলো প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। আজ (২১ জুন) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চলচ্চিত্রের এই বিষয়টি সামনে এসেছে। সিনেমা দুটি হলো ‘আকাশ যুদ্ধ’ (মুক্তিযুদ্ধভিত্তিক), যেটি পরিচালনা করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। ছবিটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা।

অন্য সিনেমার নাম ‘চাদর’। জাকির হোসেন রাজুর পরিচালনার এ ছবিটি পাচ্ছে ৭০ লাখ টাকা।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুদানের জন্য এফডিসি আলাদাভাবে দুটি ছবির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিল। সেটিই গ্রহণ করে অনুদান ঘোষণা করা হয়েছে। ছবি দুটির নির্মাণ প্রক্রিয়া ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত অন্যান্য ছবির মতোই হবে। উল্লেখ্য,১৫ জুন ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদাপ্রাপ্ত ছবির ঘোষণা দেওয়া হয়। যেখানে স্থান পেয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।