বিনোদন রিপোর্ট:
শুটিং শেষে মুক্তির অপেক্ষায় আছে দুই যুবক এর জীবনযুদ্ধ এ সংগ্রাম নিয়ে নতুন একক নাটক “স্ট্রাগল”।
নাটক টি রচনা করেছেন রায়হান রনি এবং চিত্রনাট্যে ছিলেন শামীম আহসান। এর মুল দুই চরিত্রে অভিনয় করেছেন শোবিজ দুনিয়ায় তরুণ মুখ ও বর্তমানে দর্শক প্রিয় আরফিন জুনায়েদ ও ইউটিউবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
এছাড়া আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুনিরা মিঠু, ইশানা আদ্রিজা,ফাইজিয়া রিয়া,আফরিন রাইসা, আসমা শিউলি,আরজুমান্দ আরা বকুল সহ আরো অনেক জনপ্রিয় অভিনেতা।
নাটকে চিত্রগ্রহণ ছিলেন ইয়াসিন বিন আরিয়ান এবং সম্পাদনা ও রং বিন্যাসে ছিলেন এস এম তুষার।
নাটকটিতে একটি গান রয়েছেন যাতে কণ্ঠ দিয়েছেন এক সময়ের জনপ্রিয় শিল্পী এস এম মনির। গানটির কথা ও সুর করেছেন নির্মাতা ও পরিচালক শামীম আহসান নিজেই। সঙ্গীত পরিচালনা করেছেন দিন ইসলাম শারুক। রাজধানীর বিভিন্ন জনপ্রিয় শুটিং লোকেশন স্পট যেমন আপন ঘর ১,মেহরাব শুটিং হাউজ, উত্তরা দিয়াবাড়ি, বেড়িবাঁধ।
এই গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেন আরফিন জুনায়েদ। তিনি বর্তমানে শোবিজ অঙ্গনের জনপ্রিয় মডেল। তিনি অভিনেতা হিসেবে যথেষ্ট ভালো কাজ করেছেন। অভিনেতা হিসেবেই দর্শক প্রিয় হওয়াই তার লক্ষ্য।
একজন জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির। বর্তমানে অনেক ইয়াং ইয়ুথরা ফ্যাশন-স্টাইল এর জন্য সালমান মুক্তাদির তাদের কাছে রোল মডেল।
আমাদের বর্তমান সমাজে চাকরিজীবীদের অবস্থা বেশি শোচনীয়। মার্কেটিং সেক্টরে লাখ লাখ তরুণ তরুণী চাকরি করছেন যারা অধিকাংশ উঠে এসেছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে। ফলে পরিবারের নানা চাহিদা তাদের স্বল্প বেতনে পূরণ করতে পারছেন না। এই সময় অনেক তরুণ এই বেতনের ভিতর পরিবারের যাবতীয় খরচ, বাবার ঔষধ, নিজের বাসা ভাড়া, ছোট বোনের পরীক্ষার ফি এইসব দৈনন্দিন ফি মেটাতেই হিমশিম খান।
অপরদিকে গার্লফ্রেন্ডকে কাজের জন্য সময় দিতে না পারার জন্য তৈরি হয় সম্পর্কের টানাপড়েন।
এরকমই জীবন যুদ্ধের ২জন এর গল্প নিয়ে নির্মিত গল্পে ফাহিম জীবন যুদ্ধে জয়লাভ করলেও জীবনযুদ্ধ এ হার মেনে আত্মহত্যার পথ বেছে নেয় সিফাত।আমাদের বর্তমান সমাজের কঠিন বাস্তবতার ও তরুণদের জীবনযুদ্ধের একটি রূঢ় চিত্র এই নাটকে তুলে ধরা হয়েছে।