“আইসিসি” অনলাইন টিভিতে দেখা যাবে অ্যান্টিগা টেস্ট। খরচ ২ডলার

ছবি সংগৃহীত

আলোকিত স্বদেশ ডেস্কঃ  আর কয়েক ঘণ্টা পরই শুরু বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ।অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবেন সাকিব আল হাসানের দল। কিন্তু খেলা দেখা নিয়ে উদ্বেগ কাটেনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চালু করেছে ‘আইসিসি টিভি’নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম। আইসিসি টিভিতে এই খেলাগুলো দেখতে দর্শকদের খরচ করতে হবে ২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ টাকা।

আইসিসির ওয়েবসাইটে গিয়ে কিংবা এই লিংকে (welcome.icc.tv) গেলেই চলে আসবে। এরপর বাংলাদেশ অঞ্চল নির্বাচন করে নির্দিষ্ট এলাকার জিপ কোড দিয়ে রেজিষ্ট্রেশনের বিভিন্ন ধাপ পূরণ করতে হবে। ইমেইল-পাসওয়ার্ডসহ সব তথ্য দিলে আসবে টাকা দেওয়ার পদ্ধতি।

কিন্তু দুঃখের বিষয় হলো এই, আইসিসি টিভিতে সাবস্ক্রিপশনের জন্য আগ্রহীদের টাকা পরিশোধ করতে প্রয়োজন হবে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই আন্তর্জাতিক ক্রেডিট কার্ড নেই, তাই সিরিজটি বিনামূল্য দেশের দর্শকদের দেখানোর জন্য আইসিসির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এবার বাংলাদেশ সিরিজের প্রচার স্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং ‘টিএসএম’। টিএসএমের কাছ থেকেই বাংলাদেশের দুটি বেসরকারি চ্যানেল সাধারণত আন্তর্জাতিক ম্যাচ সরাসরি টিভিতে সম্প্রচার স্বত্ব কিনে নেয়। তাদের সিন্ডিকেটের একটি ব্যবসায়িক দ্বন্দ্বেই মূলত সম্প্রচার নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।

প্রায় দুই দশক পর এমনটা ঘটতে যাচ্ছে। ২০০৩ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার হয়নি। তাই ভক্ত-সমর্থকরা টিভিতে তা দেখতে পারেননি। ১৯ বছর পর আরও একবার এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের সমর্থকরা।