আলোকিত স্বদেশ ডেস্কঃ কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ৪-১-৪-১ ছকে খেলেছে হাভিয়ের কাবরেরার দল।৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইন বলের দখল নিয়ে নেয় শুরুতে। একের পর এক আক্রমণ হেনে ব্যতিব্যস্তও করে রাখে জামালদের।বাহরাইন ম্যাচ ১০ মিনিটেই এগিয়ে যেতে পারতো।কিন্তু তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় গোলরক্ষক জিকো।
দুই অর্ধেই জিকো দারুণ কিছু সেভ করেছেন। কখনো বক্সের সামনে বের হয়ে, কখনো জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে আবার কখনো বাহরাইনের ফরোয়ার্ডকে ১:১ রুখে দিয়েছেন। জিকোর এই পারফরম্যান্স না হলে বাংলাদেশকে লজ্জাজনক হারের তেতো স্বাদ গ্রহণ করতে হতো।
ইন্দোনেশিয়ায় গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত নৈপুণ্যে বাংলাদেশ ড্র করেছিল। এবার মালয়েশিয়ায় এশিয়ান কাপ বাছাইয়ে জিকোর আরেকটি বীরত্বে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে বাংলাদেশ হেরেছে মাত্র ০-২ গোলে।
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার এটি চতুর্থ ম্যাচ ছিল।মাঠে বাংলাদেশ আক্রমণাত্মক খেলা খেলে প্রতিপক্ষকে তেমন চমক দিতে পারেনি ঠিক কিন্তু বাহরাইনও হাফ লাইনে গিয়ে আশানুরূপ খেলা উপহার দিতে পারেনি দর্শকদের ।আবার প্রেসিংয়ে হারিয়েছে বলের দখল। বাহরাইন প্রথমার্ধের পরে সেভাবে এতটা চাপ দিয়ে খেলেনি। নিজেদের স্টাইলে খেলে ম্যাচ শেষ করার প্রবণতা ছিল তাদের মধ্যে।
ইনজুরি সময়ে হারের ব্যবধান আরও বাড়তে পারতো। গোলরক্ষক জিকো বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেছেন।
এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ জুন তুর্কেমেনিস্তানের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ১৪ জুন।