আলোকিত স্বদেশ ডেস্কঃ প্রথম থেকেই এই ছবিটি অনেক আলোচনায় ছিল, কারণ এর কাস্টিং। মেজবাউর রহমান সুমনের প্রথম ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার সোহেল মণ্ডলের মতো শিল্পী। তবে তাদের ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে নাজিফা তুষিকে ঘিরে। পাশাপাশি চঞ্চলের চরিত্রেও চমক আছে।
সীতাকুণ্ড অগ্নিকাণ্ডের ঘটনার শোকে একদিন পিছিয়েছিল আলোচিত ছবি ‘হাওয়া’র ট্রেলার প্রকাশ। অবশেষ গতকাল (৭ জুন) রাতে এটি ইউটিউবে অবমুক্ত হলো।
মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমন! তাকে ঘিরে ধীরে ধীরে বাড়তে থাকে এই সিনেমার রহস্য।
শুরু থেকেই সিনেমাটি আলোচনায় ছিল এমন বৈচিত্রময় কাস্টিংয়ের কারণে। ট্রেলারেও মিলল সেই কাস্টিংয়ের যৌক্তিকতার আভাস। রহস্য ও উত্তেজনায় ঘেরা গল্পে সিনেমাটির ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা।
মিস্ট্রি ড্রামা ঘরানার ‘হাওয়া’ মূলত একালের রূপকথা। বহুল প্রচলিত এই ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।এমনটাই দাবি করেছেন পরিচালক।
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুকর্ন সাহেদ ধীমান, জাহিন ফারুক আমিন এবং পরিচালক নিজেও।