এক বাসায় বিপুল পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

একটি বাসায় বসে কয়েকজন ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ পোস্টাল ব্যালট গণনা করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাওয়া খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) কাছে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। দলটির অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা এই কাজে জড়িত।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে
৭ মিনিট ৩২ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একসঙ্গে বসে বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট গুনছেন। এসময় একজনকে ভিডিও ধারণে বাধা দিয়ে বলতে শোনা যায়, “ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না।” আরেকজনকে বলতে শোনা যায়, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে।

ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয় বলে যাচাই করে দেখা গেছে। এটি বাহরাইনে ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া, ওমানে ধারণ করা হয়েছে দাবি করে ২৭ সেকেন্ডের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে একইভাবে বহু পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়।

ইসির দ্বারস্থ বিএনপি
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট হ্যান্ডেল করছেন, এমন ভিডিও ভাইরাল হয়েছে। আমরা এ বিষয়ে ইসির কাছে অভিযোগ করেছি।”

তিনি জানান, নির্বাচন কমিশন জানিয়েছে বিষয়টি তাদের নজরে এসেছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইসি তদন্ত করে প্রতিবেদন দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছে।

আইনি ব্যবস্থা নেওয়ার দাবি
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। ইসি জানিয়েছে, ভোটে কারচুপির চেষ্টাকারীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা থেকে ব্লক করে দেওয়া হবে।

এই বিষয়ে নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসীরা ব্যাপকভাবে ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থার মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৬০ হাজারের বেশি।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক