বরিশালে অতিরিক্ত যাত্রী বহনে ৩ লঞ্চকে জরিমানা

বরিশাল প্রতিনিধি:

অতিরিক্ত যাত্রী ওঠানোর দায়ে বরিশাল থেকে ঢাকাগামী তিনটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি অতিরিক্ত যাত্রী ওঠানো ঠেকাতে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে বরিশাল নদী বন্দর থেকে ঢাকাগামী ৯টি লঞ্চকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে।

তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের দুটি দল নদী বন্দরে তদারকির দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমাণ আদালতের ওই দুটি দলকে অভিযানে সহায়তা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের একটি দলের নেতৃত্ব দেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। অপর দলটির নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম বলেন, লঞ্চগুলোতে সরকারি নির্দেশনা মেনে যাত্রী তোলা হচ্ছে কি না তা তদারকির জন্য বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নদী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়।

এ সময় অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বারবার লঞ্চ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। তবে লঞ্চ কর্তৃপক্ষের সেদিকে কোনো খেয়াল ছিল না তাই ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। লঞ্চ ৩টি হলো এমভি পারাবত-১৮, পারাবত-১০ ও এমভি সুরভী-৯ ।