চলে গেলেন সাংবাদিক সুনীল ব্যানার্জীর স্ত্রী শিখা ব্যানার্জী

প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সুনীল ব্যানার্জীর স্ত্রী ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা শিখা ব্যানার্জী পরলোকগমন করেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোববার দুপুর ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিখা ব্যানার্জী দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান সাংবাদিক শুভাশিস ব্যানার্জীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুভাশিস ব্যানার্জী বর্তমানে রাজধানীতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত।

শিখা ব্যানার্জী দৈনিক প্রথম আলোর সাংবাদিক কল্যাণ ব্যানার্জী এবং ৭১ টেলিভিশনের সাংবাদিক বরুণ ব্যানার্জীর বড় বউদি ছিলেন।

পারিবারিক সূত্র আরও জানায়, শিখা ব্যানার্জীর শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) দান করা হয়েছে।

মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/