দুর্নীতির মামলায় ৪ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) কারাগার থেকে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। পরে দুদক তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, লোকাল অফিস, ঢাকার কথিত গ্রাহক স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে এক্সপার্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ)সহ বিভিন্ন ঋণ সুবিধা অনুমোদন ও বিতরণ করেন। প্রতিষ্ঠানটির পরিচালকদের ব্যবসা পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না।

অভিযোগে আরও বলা হয়, বেক্সিমকো গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিবি এলসির মাধ্যমে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি দেখিয়ে একোমোডেশন বিল তৈরি করা হয়। আংশিক ফিনিশড পণ্য রপ্তানি দেখালেও ১৫ লাখ ৫৫ হাজার ৪৬৫ মার্কিন ডলার রপ্তানিমূল্য দেশে প্রত্যাবাসন না করে মোট ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৪০ মার্কিন ডলার বা ১৩৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৬২০ টাকা আত্মসাৎ করা হয়। পরে এই অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে লেয়ারিং করা হয়।

-এমইউএম