সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বিদ্যমান সীমা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
তিনি সোমবার ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন।
ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, সঞ্চয়পত্রের ক্রয়-বিক্রয় সংক্রান্ত নীতিতে পরিবর্তন আসতে পারে। এ ক্ষেত্রে সঞ্চয়পত্র কেনার সর্বোচ্চ সীমা তুলে দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ড লেনদেন প্রক্রিয়া সহজ করা গেলে দেশের বন্ড বাজারে প্রায় ৬ ট্রিলিয়ন টাকা যুক্ত হতে পারে। এতে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কেবল ব্যাংকের ওপর নির্ভরশীল থাকতে পারবে না। অর্থের চাহিদা মেটাতে তাদের বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে যুক্ত হতে হবে।
তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সুদের হার ব্যবস্থাপনার ওপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে। একক সুদের হারে নিয়ে আসা গেলে বন্ড বাজার আরও টেকসই হয়ে উঠবে।
আফরিনা সুলতানা/










