কমিউনিটি ব্যাংকের আর্থিক মাইলফলক অর্জন

নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালের বছর শেষে শক্তিশালী আর্থিক পারফরম্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ব্যাংকের মোট আয় চার অঙ্কের ক্লাবে প্রবেশ করেছে এবং নন-পারফর্মিং লোন (এনপিএল) অনুপাত ব্যাংক খাতে অন্যতম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গত বছরে ব্যাংকটি বিনিয়োগ, আমানত এবং সামগ্রিক ব্যালান্স শিটের আকারে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ব্যাংকের সুদৃঢ় আর্থিক ভিত্তি, শৃঙ্খলাপূর্ণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন।

এই অর্জন উপলক্ষে টাউন হলে আয়োজিত এক সভায় বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদাত।

তিনি ব্যাংকের এই ঐতিহাসিক সাফল্যে সম্মানিত পরিচালনা পর্ষদসহ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, ভবিষ্যতে ব্যাংকের আর্থিক সক্ষমতা, সুশাসন এবং সেবার মান আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

কিমিয়া সাআদাত বলেন, টেকসই প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং আন্তর্জাতিক মানদ- অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য মুনাফা সৃষ্টিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি কাজ করবে।