আলোকিত ডেস্ক:
চলন্ত গাড়িতে ধর্ষণের ঘটনা বেশ কয়েকবার শিরোনামে এসেছে। এবার উড়ন্তু বিমানে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের নিউজার্সি থেকে লন্ডনগামী একটি বিমানে এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ৪০ বছর বয়সী ওই নারী ছিলেন বিজনেস ক্লাসের যাত্রী। বিমানের কর্মীদের ওই নারী অভিযোগ করে বলেন, ৩১ জানুয়ারি নেওয়ার্ক থেকে হিথ্রোগামী ইউনাইটেড এয়ারলাইনসের রাতেরও ওই ফ্লাইটে তিনি ঘুমিয়ে ছিলেন। এমন সময় ব্রিটিশ নাগরিক ওই ব্যক্তি তার ওপর যৌন নিপীড়ন চালান।
এরপর বিমানকর্মীরা পুলিশকে এ ব্যাপারে সতর্ক করে দেয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই ধর্ষণের অভিযোগ ৪০ বছর বয়সী ওই ব্যক্তিতে আটক করে পুলিশ।