খামেনির কোনো ক্ষতি হলে পরিণত হবে ভয়াবহ: লেবাননের ধর্মীয় নেতা

লেবাননের সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস চেয়ারম্যান শেখ আলি আল-খতিব কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ওপর যেকোনো ধরনের আঘাত বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে গণ্য করা হবে।

সোমবার বৈরুতে ইরানের প্রতি সংহতি প্রকাশে আয়োজিত বিশাল জনসভায় তিনি এই মন্তব্য করেন। ইরানের সাম্প্রতিক অস্থিরতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হামলার হুমকির প্রতিক্রিয়ায় শেখ আল-খতিব বলেন, আমেরিকা যদি হুমকির বাস্তবায়ন করে এবং ইমাম খামেনির সামান্যতম ক্ষতি হয়, তবে সেটি হবে সারা বিশ্বের শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো পদক্ষেপের ফলাফল হবে অত্যন্ত বিধ্বংসী এবং অনাকাঙ্ক্ষিত।

শেখ আল-খতিব আরও বলেন, ইমাম খামেনি কেবল ইরানের রাজনৈতিক নেতা নন বরং তিনি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় অভিভাবক। তিনি আরও বলেন, ইরান বর্তমানে সত্য ও ন্যায়ের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে এবং শেষ পর্যন্ত বিজয় তাদেরই হবে।

এদিকে ইরানের নেতৃত্বের সমর্থনে লেবাননের বৈরুত, টায়ার ও নাবাতিয়াহসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে পশ্চিমা ও ইসরায়েলি ষড়যন্ত্রের নিন্দা জানান।

-সাইমুন