জাতীয়তাবাদের দোহাই দেওয়া ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের জনগণকে সঙ্গে নিয়ে লাল কার্ড দেখানো হবে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, আমি দেখেছি বিভিন্ন স্থানে তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এমনকি এটার রাজনীতির কথা বলে। অথচ তাদের দলের প্রার্থীদের বড় একটা অংশ বিদেশি নাগরিক। যাদের প্রার্থীরা এ দেশের একক নাগরিক না, তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল এখন কেবল ইতিহাসেই রয়ে গেছে, বাস্তবে এর কোনো চিহ্ন নেই। তারা অতীতে জনগণের টাকা লুট করা এবং ব্যাংক খেলাপিদের মনোনয়ন দিয়েছে। সেই ঋণ খেলাপিরা আবারও ক্ষমতায় এসে জনগণের টাকা লুণ্ঠন করার অপেক্ষায় আছে। আমরা কি তাদের সেই সুযোগ দেবো?
নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, একটি দল ক্ষমতায় থাকাকালীন কৃষক-শ্রমিকদের পেনশনের কথা বলে কিন্তু তার বাস্তবায়ন করেনি। এখন তারা ফ্যামিলি কার্ড বা অন্য যে কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা থেকে জানে যে তারা কোনো কথাই রাখবে না।
আসিফ মাহমুদ বলেন, একদিকে তারা সংস্কারের কথা বলে, অন্যদিকে মাঠ পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের এই দ্বিমুখী নীতি বা মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে ফেলেছে।
-মেহেরীন//










