নরসিংদি প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে ছবি তুলতে গিয়ে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অলি মিয়া (১৮) নামে এক যুবক নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
শুক্রবার বিকেলে ঘোড়াশাল নতুন রেলসেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবক নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী নিখোঁজ যুবক অলির বন্ধ শাজাহান জানান, অলি নরসিংদীর মাধবদীতে চাচা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় ঘুরতে আসি। এক পর্যায়ে ছবি তুলার জন্য আমি ও অলি রেলসেতুর মাঝখানে যাই। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন সেতুতে চলে আসার পর আমি দৌড়ে সেতুর একপাশে চলে আসি। কিন্তু অলি আসার চেষ্টা করেও আসতে পারিনি। ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হয়।
পলাশ ফায়ার স্টেশন অফিসার মো. হাদিউর ইসলাম শুভ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসার পর টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা খবর পেয়ে শীতলক্ষ্যা নদীতে সন্ধা ছয়টা থেকে ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে নিখোঁজ যুবক অলি মিয়াকে উদ্ধার করতে পারিনি। প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহৃত হওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজকের মতো এ কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
রোববার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার কাজ শুরু করলেও লাশ খুঁজে পাওয়া যায় নাই ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরির্দশক ইমায়েদুল জাহেদী জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। কিন্তু প্রবল স্রোতের কারণে ট্রেনের ধাক্কায় নিখোঁজ অলিকে খুঁজে পাওয়া যায়নি। আবার পুনরায় উদ্ধার কাজ চালানো হবে। এসময় স্থানীয় ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই সুলতানুল হকও উপস্থিত ছিলেন।