শীর্ষ প্রতারক শাহিরুল ইসলাম অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

আলোকিত রিপোর্ট:

কথিত মানবাধিকার সংস্থার  চেয়ারম্যান এবং  হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে শীর্ষ প্রতারক শাহিরুল ইসলাম সিকদার (৪৮)’কে  বিপুল পরিমান দেশী-বিদেশি অস্ত্র ও গুলিসহ  গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি সোলায়মান হোসেনসহ বেশকয়েকজন ভুক্তভোগী প্রতারক শাহিরুলের বিরুদ্ধে র‌্যাব-৪  এ অভিযোগ করেন।  তারা চাকরি দেওয়ার নামে প্রতারণার বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এরপর রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকায় ফ্লাট নং-১০০৪, বাড়ি নং ১৭, রোড-৬, ব্লক- এ ইস্টার্ন গনকুঞ্জ -২,বনশ্রী, রামপুরা ঢাকায় অভিযান পরিচালনা করে র্যাব শাহিরুলকে তাকে গ্রেফতার করে।

অভিযানে ০৩ টি বিদেশি পিস্তল, ০১ টি শর্টগান, ০২ টি এয়ারগান, ২৩৭ রাউন্ড গুলি, ০৫ টি ম্যাগাজিন, ০৫ টি খালি খোসা, ২২ টি কার্তুজ, ০৪ টি চাকু, ০১ টি লোহার স্টিক, ০৪ টি খেলনা পিস্তলসহ হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গার্ড সার্ভিস লিমিটেড এর মাধ্যমে চাকুরির আবেদন ফরম, চুক্তিপত্র, বিভিন্ন ব্যাংকের চেক বই, ব্যানার, প্যাড, স্ট্যাম্প, ল্যাপটপ, ডেক্সটপ, গোপন ক্যামেরা, পাসপোর্ট, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, নেইম প্লেট, বিভিন্ন নামীদামী ব্যক্তিবর্গের সাথে তোলা ছবি, বুলেট প্রুফ জ্যাকেট, পাসপোর্ট, মানি রিসিভ বহি, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, মোবাইল ফোনসহ বিভিন্ন মালমাল জব্দ করা হয়।

র‌্যাব জানায়, চাকুরি দেয়ার নামে অর্থ আত্মসাৎ এর ঘটনা পুরাতন হলেও মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবে পরিচয় প্রদানকারী শাহীরুলের প্রতারণার ইতিহাস ভিন্নধর্মী। শাহীরুল একজন শীর্ষ পর্যায়ের  প্রতারক।

তার হোমল্যান্ড সিকিউরিটি এন্ড গার্ড সার্ভিস লি. কোম্পানী খুলে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন ও চাকুরী প্রদানের নামে প্রতারণা এবং বিত্তবান  মালিক শাহীরুল ছিল সকলের ধরা ছোঁয়ার বাইরে।