সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়ালেন বলিউড অভিনেত্রী কাজল মুখার্জি। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। শেয়ার করা ছবিগুলোতে বিস্কিট রঙের ওয়েস্টার্ন পোশাকে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লুকে দেখা যায় কাজলকে। তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে তার ক্যাপশন ঘিরে। সেখানে অভিনেত্রী লিখেছেন, ‘প্রতিদিনই আমার প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা পুরোপুরি হতভম্ব হয়ে যায়।’-এই বক্তব্যকে ঘিরেই নানা ব্যাখ্যা করছেন ভক্তরা।
পোস্টের মন্তব্য ঘরে প্রশংসা ও শুভকামনার বন্যা বইছে। একজন ভক্ত লিখেছেন, ‘সবসময় সুখী থাকুন, প্রতিটি দিনই আপনার জন্য সৌভাগ্য বয়ে আনুক।’ আরেকজন মন্তব্য করেন, ‘আসল সৌন্দর্য হলো সৎ, বাস্তব এবং নির্ভীকভাবে নিজের মতো থাকা।’
উল্লেখ্য, ১৯৯২ সালে বেখুদি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে কাজলের। তবে শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে তিনি যে জনপ্রিয়তার শিখরে পৌঁছান, তা আজও অম্লান। দীর্ঘ অভিনয় জীবনে তিনি সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
কাজলের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, বাজিগর, করন অর্জুন, ইশক, পেয়ার কিয়া তো ডারনা কিয়া ও ফানাহ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে তার উপস্থিতিও যে সমানভাবে আলোচনায় থাকে, সাম্প্রতিক এই পোস্টই তার প্রমাণ।
মাহমুদ সালেহীন খান










