দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত

‘একটাই লক্ষ্য হতে হবে দক্ষ, কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬ ।
২৭ জানুয়ারি ২০২৬ ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষার মানোন্নয়নে পরিচালিত (ASSET) প্রকল্পের আওতায় দিনব্যাপী এই “জব ফেয়ার” মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মনজুর মূর্শেদ সুমন, গ্রীনটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর​ মোঃ হারিসুল ইসলাম।
​মেলার কার্যক্রম ও নিয়োগ উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের জব ফেয়ারে দেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানীর মোট ১৩টি স্টল অংশ নেয়। মেলায় আসা চাকুরী প্রত্যাশীদের সরাসরি ইন্টারভিউ বা ভাইবা গ্রহণ করেন কোম্পানীগুলো প্রতিনিধিরা।
​মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল স্পট সিলেকশন। যোগ্য প্রার্থীদের ভাইবা শেষে তাৎক্ষণিকভাবে চাকরির নিশ্চয়তা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত করতে এ ধরনের জব ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি শুধু কর্মসংস্থানই নয়, বরং দক্ষ জনশক্তি তৈরিতেও সহায়ক হবে।
জব ফেরার অনুষ্ঠানে বিভিন্ন দিক নির্দেশনায় ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবু সাইম জাহান।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সাজু মুহম্মদ শাহজাদা এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং বিভিন্ন এলাকার দর্শনার্থী ও চাকুরী প্রত্যাশীকরণ অংশগ্রহণ করেন।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর